সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সালথায় বাসচাপায় পথচারী নিহত 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় বাসচাপায় পথচারী নিহত 

ফরিদপুরের সালথায় বাসের চাপায় নাঈম মোল্লা লায়ম (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলার বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম ওই এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম সৌদি আরব প্রবাসী ছিলেন। কয়েকদিন আগে ছুটিতে দেশে এসেছেন। 

মঙ্গলবার (১৫ আগস্ট) আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড়ে পৌঁছলে গোপালগঞ্জ-ভাঙ্গা মহাসড়কে অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ভাঙ্গাগামী অজ্ঞাত বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর পেয়ে নাঈমের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ নিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

টিএইচ